এবার ওয়েবসাইট তৈরি করুন ৪ মেগাবাইট এর একটি অ্যাপ দিয়ে, আপনার কিছু না জানা থাকলেও বানাতে পারবেন সবার আশা এবার পূরণ হবে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছে সবাই! আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে মোটা মুটি ভালই আছি।
আজকের টিউন এ দেখাব যে কিভাবে Android App দিয়ে ফ্রী Website তৈরি করা যায়। ফ্রী hosting and free domain দিয়ে। Jimdo এই নাম অনেকেই শুনেন নি আশা করি। যাই হোক আমারা যে অ্যাপ দিয়ে Free Website বানাবো তার নাম Jimdo। আজ কাল অনেকেই অনেক ধরনের সাইট বানাচ্ছে। কিন্তু কোড না জানার কারনে অনেকেই বানাতে পারছে না ইচ্ছা থাকা স্বত্তেও। তাই এই অ্যাপ টির মাধ্যমে আপনিও পারবেন আপনার একটি সাইট বানাতে। তো আর দেরি না করে সুরু করুন এখনই।

কোন Confusion থাকলে গুগল করুন। যাই হোক শুরু করা যাক প্রথমে নিচের লিঙ্ক থেকে Jimdo App ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইন্সটল করুন।

Download Jimdo

install করে ওপেন করুন। Create a Website এ ক্লিক করুন।
তার পরে Theme Choice করেন
তার পর আপনি কি নামে সাইট খুলতে চান সেই নাম দিন। যেমন  yourdomain.jimdo.com
এর পর আপনার মেইল দিন দিয়ে Next এ ক্লিক করুন।
তার পর আপনার সাইট এর Admin passward দিন। এবং Create Website এ ক্লিক করুন।
ব্যাস আপনার ফ্রী সাইট তৈরি খালি এখন নিজের মত করে সাজাতে হবে।
মেনু তে ক্লিক করে আপনার ইচ্ছা মতন করে আপনার সাইট এর মেনু সাজান .