সম্মানিত পাঠকগন। আজকে আমরা ইন্টারনেট সার্ভার বা মাইক্রোটিক রাউটার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানার চেষ্টা করবো। আশাকরি ইন্টারনেট যুগে এই তথ্যগুলি খুব কাজে দিবে। আর আইটি ম্যান হলে তো কথাই নেই।
Mikrotik সার্ভার পরিচিতি:

তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের একটি যুগোপযোগী উদাহরণ হলো নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং৷ নেটওয়ার্কিং আমাদের তথ্য পৌঁছে দিচ্ছে কাঙ্খিত গন্তব্যে৷ যখন একজন হোস্ট এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের একজন হোস্টের কাছে কোন তথ্য প্রেরণ করে তখন এই তথ্য বা ডাটা’কে মধ্যবর্তী আরও অনেক নেটওয়ার্ক হয়ে যেতে হয়৷ তাই এক্ষেত্রে প্রয়োজন সঠিক পথ বা রুট নির্বাচন করা৷ তা না হলে সঠিক গন্তব্যে সঠিক তথ্য প্রেরণ কখনও সম্ভব হবে না৷ আর নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে এই কাজটি করে থাকে রাউটার৷ ‘রাউটার’ হলো নেটওয়ার্ক লেয়ারের একটি কার্যক্রম, যেটি সফটওয়্যার বা হার্ডওয়্যার যেকোনো একটি হতে পারে এবং যা এক বা একাধিক মেট্রিক ব্যবহার করে নেটওয়ার্কে এক হোস্ট থেকে অন্য এক বা একাধিক হোস্টের কাছে ডাটা ট্রান্সমিশনের উত্তম পথ নির্ধারণ করে থাকে৷ প্রথাগতভাবে রাউটারকে অনেক ক্ষেত্রে ‘গেটওয়ে’ নামে আখ্যায়িত করা হয়ে থাকে৷ কম্পিউটারকে পরিচালনার জন্য যেমন ‘অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহৃত হয় তেমনি রাউটারকে পরিচালনার জন্য ব্যবহৃত হয় ‘রাউটার ওএস’ (অপারেটিং সিস্টেম)৷ আর মাইক্রোটিক রাউটার ওএস হচ্ছে তেমনই একটি রাউটার অপারেটিং সিস্টেম৷
মাইক্রোটিক লিমিটেড বা মাইক্রোটিকল্স লিমিটেড, আন্তর্জাতিকভাবে মাইক্রোটিক হিসেবে পরিচিত। এটি লাটভিয়ার কম্পিউটার নেটওয়ার্কিং সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এরা তারবিহীন যোগাযোগ প্রযুক্তি ও রাউটার বিক্রয় করে। ১৯৯৫ সালে তারবিহীন প্রযুক্তির উঠতি বাজারে নিজেদের পণ্য বিক্রির উদ্দেশে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। ২০০৭ পর্যন্ত এই প্রতিষ্ঠানে ৭০ জনের বেশি কর্মকর্তা ছিল। ব্যায়বহুল রাউটার ও ইথারনেট রিলে লাইনের বিপরীতে স্বল্প মুল্যের বিকল্প হিসেবে এই প্রতিষ্ঠানের পণ্য পরিচিত।(চলবে)

আজকে আমরা পিসিকে মাইক্রোটিক রাউটার বানানোর টিউটরিয়াল দেখবো। আসুন দেখা যাক কিভাবে পিসিকে ইন্টারনেট সার্ভার তৈরি করা যায়-

Mikrotik Router Os Info:

ডাউনলোড : রাউটার ওএস ইনস্টলের জন্য কোন ধরনের মিডিয়া ব্যবহার করবো তার উপর ভিত্তি করে ডাউনলোডের জন্য নিচের http://www.mikrotik.com/download আমরা ব্যবহার করতে পারি। 
আইএসও ইমেজ : এটি একটি বুটেবল সিডি ইমেজ৷ এই সিডি দিয়ে আমরা ডেডিকেটেড পিসি বুট করতে এবং এর হার্ড-ড্রাইভ বা ফ্ল্যাশ-ড্রাইভে মাইক্রোটিক রাউটার ওএস ইন্সটল করতে পারি 
নেট ইন্সটল : এর মাধ্যমে আমরা ওভার ল্যান-এ রাউটার ওএস ইন্সটল করতে পারি৷ নেট ইন্সটল প্রোগ্রামটি উইন্ডোজ ৯৫/৯৮/এনটি৪/২কে/এক্সপি’তে কাজ করে৷
মাইক্রোটিক ডিস্ক মেকার : এর মাধ্যমে আমরা ৩.৫ ইঞ্চি বুটেবল ইন্সটলেশন ফ্লপি তৈরি করতে পারি এবং এই ফ্লপি দিয়ে ডেডিকেটেড পিসি বুট করে রাউটার ওএস ইন্সটল করতে পারি৷
ইন্সটলেশন : মাইক্রোটিক রাউটার ওএস সফটওয়্যার ইন্সটলেশনের জন্য ডেডিকেটেড পিসি রাউটারের নিম্নলিখিত হার্ডওয়্যারগুলো থাকা দরকার৷
সিপিইউ এবং মাদারবোর্ড : এর জন্য প্রয়োজন এডভান্সড ফোর্থ জেনাশেন (কোর ফ্রিকোয়েন্সি ১০০ মেগাহার্জ অথবা বেশি), ফিল্ম জেনারেশন (ইন্টেল পেন্টিয়াম, মাইরিক্স ৬এক্স৮৬, এএমডিকে৫) অথবা নিউয়ার ইউনি প্রসেসর৷
RAM : এর জন্য নূন্যতম ৫৪ মেগাবাইট এবং সর্বোচ্চ ১ গিগাবাইট র্যাম প্রয়োজন৷
হার্ড ড্রাইভ/ ফ্ল্যাশ : এটি স্ট্যান্ডার্ড এটিএ ইন্টারফেস কন্ট্রোলার এবং ড্রাইভ সাপোর্ট করে৷ তবে এমসিএমআই, ইউএসবি কন্ট্রোলার এবং ড্রাইভ সাপোর্ট করে না৷ এছাড়া যেসব রেইড কন্ট্রোলারের অতিরিক্ত ড্রাইভার দরকার সেগুলোও এক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়৷

পিসিকে মাইক্রোটিক তৈরির পদ্ধতি:
১.আমাদেরকে .iso ফাইলটা ডাউনলোড করে নিতে হবে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে http://www.mikrotik.com/download

২. ডাউনলোড শেষ হলে iso ফাইলটাকে সিডিতে বার্ন করে নিতে হবে।

৩. এখন সিডিটি সিডিরমের ভিতরে সিডিটি প্রবেশ করুন এবং কি-বোর্ডের অ্যারো কি চেপে Boot নির্বাচন করে Boot Devices Priority-এ এন্টার চাপুন। 1st বুট Device-এ এন্টার চেপে CD/DVD নির্বাচন করে F10 চেপে তারপর Yes চেপে বের হয়ে আসুন।

৪. পিসি রিস্টার্ট হয়ে কিছু প্যাকেজ ইনন্সটল করার জন্য একটি স্ক্রিন আসবে।

৫. তাই আমরা কিবোর্ড থেকে ‘a’ প্রেস করব সকল প্যাকেজ সিলেক্ট করার জন্য এবং “i’’ প্রেস করব সকল প্যাকেজ ইন্সটল করার জন্য
৬. সবশেষে কিবোর্ড থেকে ‘Y’ ইন্সটলেশন স্টার্ট করার জন্য।

এরপর ইনস্টল শুরু হয়ে যাবে

এখন আপনার পিসি ইন্টারনেট সার্ভারের জন্য রেডি হয়ে গেছে

একটা বিষয় মনে রাখবেন মাইক্রোটিক এর ডিফল্ট ইউজার হলো – admin, আর কোন পাসওয়ার্ড থাকে না।

সফটওয়্যার লাইসেন্সিং : নিয়মিত ব্যবহারের জন্য মাইক্রোটিক রাউটার ওএস-এর লাইসেন্স ‘কী’ প্রয়োজন৷ এই রাউটার ওএস লাইসেন্সিং-এর জন্য সফটওয়্যার আইডি প্রয়োজন এবং সাথে সাথে দরকার একটি একাউন্ট৷ এ জন্য মাইক্রোটিক-এর ওয়েব সাইটে ঢুকে আমরা ওদের একাউন্ট সার্ভারে একাউন্ট খুলতে পারি৷ একাউন্ট সার্ভার থেকে নিচের যেকোনো একটি লাইসেন্স করা সম্ভব৷ আমরা যদি সফটওয়্যার আইডি একাউন্ট সার্ভারে প্রবেশ করাই, তাহলে মেইল-এর মাধ্যমে লাইসেন্স ‘কী’ পেতে পারি৷ আমরা ফাইলটি একটি টেক্সট এডিটরে ওপেন করে এতে কনটেন্টগুলো কপি করে নিতে পারি৷ তার টেক্সটি সিস্টেম কনসোল অথবা সিস্টেমে পেস্ট করে দিতে পারি৷ যদি রাউটারের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা সরাসরি লাইসেন্স পেতে পারি৷
সফটওয়্যার প্যাকেজ ম্যানেজমেন্ট : মাইক্রোটিক রাউটার ওএস’র সাথে অনেক সংশ্লিষ্ট সফটওয়্যার প্যাকেজ রয়েছে৷ এর সফটওয়্যার প্যাকেজে সিস্টেমের নিম্নলিখিত ফিচার রয়েছে-
  • অতিরিক্ত সফটওয়্যার প্যাকেজ ইন্সটলের মাধ্যমে রাউটার ওএস’এর ফাংশনালিটি বৃদ্ধি করা যায়৷
  • মডুলার/কমপ্রেসড সিস্টেম ব্যবহার করে স্টোরেজ স্পেসের সঠিক ব্যবহার সম্ভব৷
  • অব্যবহৃত সফটওয়্যার প্যাকেজগুলো আন-ইন্সটল করে দেওয়া যায়৷
  • একসাথে একাধিক প্যাকেজ ইনস্টল করা যায়৷
  • এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) ব্যবহার করে রাউটার-এ প্যাকেজ আপলোড করা যেতে পারে৷
  • কোন সফটওয়্যার প্যাকেজ ইন্সটলের পূর্বে এর প্যাকেজ ডিপেনডেনসি চেক করে নেওয়া যায়৷ 

আজকে এই পর্যন্ত

আসসালামুয়ালাইকুম, প্রিয় টিউনার, নন-টিউনার এবং সম্মানিত পাঠক-পাঠিকারা। আজকের বিষয় হল PhotoShop এর মাধ্যমে ইমেজ স্লাইসিং করার পদ্ধতি। খুব সম্ভবত সকল Web Designer ভাইয়েরা জানেন ইমেজ স্লাইসিং কি। তবে নবীনদের জন্য আরেকবার বলে দেইঃ
ইমেজ স্লাইসিং এর মাধ্যমে HTML এর সাহায্যে একটি ছবির নির্দিষ্ট অংশকে একটি লিংকে পরিণত করা হয়। তবে নির্দিষ্ট অংশটি একি অবস্থায় একি জায়গায় থাকবে।
একটি ছবি দিলে বিষয়টি ক্লিয়ার হবেঃExample
আমাদের টার্গেট হবে উপরের ছবির হাইলাইট করা অংশতে (চাঁদে এবং সূর্যতে) ক্লিক করলে দুটি পেইজে নিয়ে যাবে।
তো চলন শুরু করা যাক....Please follow the steps below:
  • Photoshop Open করুন।Open PS
  • যে ছবিটি স্লাইস করবেন, তা Open করুন।open pic
  • Slice Tool Select করুন। (Shortcut: K)
  • কাঙ্খিত ছবিটির কাঙ্খিত অংশ স্লাইস টুল দ্বারা সিলেক্ট করুন।
  • এবার স্লাইস টুলের ঘরে রাইট ক্লিক করে Slice select tool সিলেক্ট করুন।
  • এবার Slice করা অংশ Slice select tool দ্বারা সিলেক্ট করুন ও Slice Option এ ক্লিক করুন। নিচের মত সেটিংস দিনঃ
Name: স্লাইসের নাম দিন।
URL: যে পেইজে নিয়ে যাবে তার ঠিকানা। এক্ষেত্রে wikipedia এর লিংক।
Target: পেজটি একই ট্যাবে খুলবে, নাকি আরেকটি ট্যাবে খুলবে, তা বলে দিতে হবে। একই ট্যাবে খুলতে হলে খলি রেখে দিন, আর আরেকটি ট্যাবে খুলতে হলে _blank এই কোডটি লিখে দিন।
Messege Text: স্লাইস অংশটিতে হোভার করলে যে Information Text দেখা যাবে, তা লিখে দিন।
  • OK চেপে File > Save for Web... এ ক্লিক করুন। নতুন একটি Window দেখা যাবে। এখন save এ ক্লিক করে Destination দেখিয়ে দিন, নাম লিখুন এবং আবার Save এ ক্লিক করুন। কোন কিছু Change করার প্রয়োজন নেই।
ব্যাস, শেষ! এবার Save হওয়া পেজটি Browser এ ওপেন করে দেখুন আর নির্দিষ্ট জায়গার ক্লিক করে দেখুন। যদি আমার মত কাজ করেও ফলাফল না পান, টিউমেন্ট তো আছে! প্লিজ মতামত জানাবেন। ভাল হলেও, খারাপ হলেও আর বুঝতে সমস্যা হলে তো কথাই নেই!
Powered by Blogger.