যেভাবে রিসেট করা স্যামস্যাং ফোনে গুগল একাউন্ট বাইপাস করবেন...
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আসুন আজ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা যাক।
ললিপপ চালিত ফোনে মুলত একটা সমস্যা হলো ফোনটিতে আপনি যে গুগল একাউন্ট ব্যবহার করবেন সেই একই গুগল একাউন্ট ভেরিফাই করতে হবে ফোনটি রিসেট করার পর। বেশির ভাগ মানুষেরই এই কারনে সমস্যার মুখোমুখি পড়তে হয়। সমস্যার সমাধান করার জন্য কয়েকটি স্টেপ অনুধাবন করতে হবে। আর অবশ্যই ওয়াই-ফাই কানেকশন থাকতে হবে অথবা অন্য মোবাইল দিয়ে হটস্পট করেও চালাতে পারেন। এছাড়া স্যামস্যাং একাউন্ট থাকতে হবে, তবে কাজের মধ্যেও করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক....
- প্রথমে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এটি কম্পিউটারের জন্য ব্যবহার করতে হবে। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করুন।
- তারপর পাওয়ার বাটন চেপে ফোনটি চালু করুন।
- ওয়াই-ফাই কানেক্ট করুন।
- গুগল একাউন্ট প্রদান করার অপশন আসলে থেমে যান।
- এখন ইউএসবি কেবল দ্বারা কম্পিউটারের সাথে আপনার ফোন কানেক্ট করুন। ড্রাইভার ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন খেয়াল করুন আপনার ফোনে ইন্টারনেট এক্সেস এর জন্য অনুমতি চাইছে। ডিফল্ট ব্রাউজার, গুগল ক্রোম ও প্লে-স্টোর ওপেন হবার অনুমতি চাইছে।
এখন এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন (এটা ফোনের জন্য)। ডাউনলোড হয়ে গেলে ইউএসবি ক্যাবল দ্বারা ফোনে ট্রান্সফার করুন (ধরে নেই ডাউনলোড ফোল্ডারে ট্রানস্ফার করলেন)।
- এরপর আপনি গুগল ক্রোমে প্রবেশ করুন।
- কিছু এক্সেস চাইবে ওকে/নেক্সট করে যান।

লগইন করার পর অ্যাপসটি ডাউনলোড হবে। এবার ওপেন করুন। ডাউনলোড ফোল্ডারে (এর আগে যে ফোল্ডারে ডাউনলোডকৃত সফটওয়্যারটি রেখেছিলেন) ঢুকুন। অ্যাপসটি ইনস্টল করুন আপনার ফোনে। ওপেন করুন।
- পারমিশন চাইবে পারমিশন দিন। এরপর সরাসরি আপনার ফোনের সেটিংস মেনু তে ঢুকে যাবে। ব্যাকাপ ও রিসেট অপশনে যান আর ফোন রিসেট দিয়ে দিন।
- এখন আপনার ফোন রিবুট হবে। আর আগের মত আবার বিস্তারিত তথ্য দিয়ে ফোন চালু করুন।
- যদি কোন সমস্যা হয় তো যোগাযোগ করতে পারেন
ফেইসবুক আইডি ই-মেইল করুন