নেটওয়ার্কিং বা ইন্টারনেট নেটওয়ার্কিং: মাইক্রোটিক রাউটার কনফিগারেশন (Mikrotik Bangla Tutorial)-02

আজকে আমরা পিসিকে মাইক্রোটিক রাউটার বানানোর টিউটরিয়াল দেখবো। আসুন দেখা যাক কিভাবে পিসিকে ইন্টারনেট সার্ভার তৈরি করা যায়-

Mikrotik Router Os Info:

ডাউনলোড : রাউটার ওএস ইনস্টলের জন্য কোন ধরনের মিডিয়া ব্যবহার করবো তার উপর ভিত্তি করে ডাউনলোডের জন্য নিচের http://www.mikrotik.com/download আমরা ব্যবহার করতে পারি। 
আইএসও ইমেজ : এটি একটি বুটেবল সিডি ইমেজ৷ এই সিডি দিয়ে আমরা ডেডিকেটেড পিসি বুট করতে এবং এর হার্ড-ড্রাইভ বা ফ্ল্যাশ-ড্রাইভে মাইক্রোটিক রাউটার ওএস ইন্সটল করতে পারি 
নেট ইন্সটল : এর মাধ্যমে আমরা ওভার ল্যান-এ রাউটার ওএস ইন্সটল করতে পারি৷ নেট ইন্সটল প্রোগ্রামটি উইন্ডোজ ৯৫/৯৮/এনটি৪/২কে/এক্সপি’তে কাজ করে৷
মাইক্রোটিক ডিস্ক মেকার : এর মাধ্যমে আমরা ৩.৫ ইঞ্চি বুটেবল ইন্সটলেশন ফ্লপি তৈরি করতে পারি এবং এই ফ্লপি দিয়ে ডেডিকেটেড পিসি বুট করে রাউটার ওএস ইন্সটল করতে পারি৷
ইন্সটলেশন : মাইক্রোটিক রাউটার ওএস সফটওয়্যার ইন্সটলেশনের জন্য ডেডিকেটেড পিসি রাউটারের নিম্নলিখিত হার্ডওয়্যারগুলো থাকা দরকার৷
সিপিইউ এবং মাদারবোর্ড : এর জন্য প্রয়োজন এডভান্সড ফোর্থ জেনাশেন (কোর ফ্রিকোয়েন্সি ১০০ মেগাহার্জ অথবা বেশি), ফিল্ম জেনারেশন (ইন্টেল পেন্টিয়াম, মাইরিক্স ৬এক্স৮৬, এএমডিকে৫) অথবা নিউয়ার ইউনি প্রসেসর৷
RAM : এর জন্য নূন্যতম ৫৪ মেগাবাইট এবং সর্বোচ্চ ১ গিগাবাইট র্যাম প্রয়োজন৷
হার্ড ড্রাইভ/ ফ্ল্যাশ : এটি স্ট্যান্ডার্ড এটিএ ইন্টারফেস কন্ট্রোলার এবং ড্রাইভ সাপোর্ট করে৷ তবে এমসিএমআই, ইউএসবি কন্ট্রোলার এবং ড্রাইভ সাপোর্ট করে না৷ এছাড়া যেসব রেইড কন্ট্রোলারের অতিরিক্ত ড্রাইভার দরকার সেগুলোও এক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়৷

পিসিকে মাইক্রোটিক তৈরির পদ্ধতি:
১.আমাদেরকে .iso ফাইলটা ডাউনলোড করে নিতে হবে মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে http://www.mikrotik.com/download

২. ডাউনলোড শেষ হলে iso ফাইলটাকে সিডিতে বার্ন করে নিতে হবে।

৩. এখন সিডিটি সিডিরমের ভিতরে সিডিটি প্রবেশ করুন এবং কি-বোর্ডের অ্যারো কি চেপে Boot নির্বাচন করে Boot Devices Priority-এ এন্টার চাপুন। 1st বুট Device-এ এন্টার চেপে CD/DVD নির্বাচন করে F10 চেপে তারপর Yes চেপে বের হয়ে আসুন।

৪. পিসি রিস্টার্ট হয়ে কিছু প্যাকেজ ইনন্সটল করার জন্য একটি স্ক্রিন আসবে।

৫. তাই আমরা কিবোর্ড থেকে ‘a’ প্রেস করব সকল প্যাকেজ সিলেক্ট করার জন্য এবং “i’’ প্রেস করব সকল প্যাকেজ ইন্সটল করার জন্য
৬. সবশেষে কিবোর্ড থেকে ‘Y’ ইন্সটলেশন স্টার্ট করার জন্য।

এরপর ইনস্টল শুরু হয়ে যাবে

এখন আপনার পিসি ইন্টারনেট সার্ভারের জন্য রেডি হয়ে গেছে

একটা বিষয় মনে রাখবেন মাইক্রোটিক এর ডিফল্ট ইউজার হলো – admin, আর কোন পাসওয়ার্ড থাকে না।

সফটওয়্যার লাইসেন্সিং : নিয়মিত ব্যবহারের জন্য মাইক্রোটিক রাউটার ওএস-এর লাইসেন্স ‘কী’ প্রয়োজন৷ এই রাউটার ওএস লাইসেন্সিং-এর জন্য সফটওয়্যার আইডি প্রয়োজন এবং সাথে সাথে দরকার একটি একাউন্ট৷ এ জন্য মাইক্রোটিক-এর ওয়েব সাইটে ঢুকে আমরা ওদের একাউন্ট সার্ভারে একাউন্ট খুলতে পারি৷ একাউন্ট সার্ভার থেকে নিচের যেকোনো একটি লাইসেন্স করা সম্ভব৷ আমরা যদি সফটওয়্যার আইডি একাউন্ট সার্ভারে প্রবেশ করাই, তাহলে মেইল-এর মাধ্যমে লাইসেন্স ‘কী’ পেতে পারি৷ আমরা ফাইলটি একটি টেক্সট এডিটরে ওপেন করে এতে কনটেন্টগুলো কপি করে নিতে পারি৷ তার টেক্সটি সিস্টেম কনসোল অথবা সিস্টেমে পেস্ট করে দিতে পারি৷ যদি রাউটারের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা সরাসরি লাইসেন্স পেতে পারি৷
সফটওয়্যার প্যাকেজ ম্যানেজমেন্ট : মাইক্রোটিক রাউটার ওএস’র সাথে অনেক সংশ্লিষ্ট সফটওয়্যার প্যাকেজ রয়েছে৷ এর সফটওয়্যার প্যাকেজে সিস্টেমের নিম্নলিখিত ফিচার রয়েছে-
  • অতিরিক্ত সফটওয়্যার প্যাকেজ ইন্সটলের মাধ্যমে রাউটার ওএস’এর ফাংশনালিটি বৃদ্ধি করা যায়৷
  • মডুলার/কমপ্রেসড সিস্টেম ব্যবহার করে স্টোরেজ স্পেসের সঠিক ব্যবহার সম্ভব৷
  • অব্যবহৃত সফটওয়্যার প্যাকেজগুলো আন-ইন্সটল করে দেওয়া যায়৷
  • একসাথে একাধিক প্যাকেজ ইনস্টল করা যায়৷
  • এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) ব্যবহার করে রাউটার-এ প্যাকেজ আপলোড করা যেতে পারে৷
  • কোন সফটওয়্যার প্যাকেজ ইন্সটলের পূর্বে এর প্যাকেজ ডিপেনডেনসি চেক করে নেওয়া যায়৷ 

আজকে এই পর্যন্ত